
বিনোদন ডেস্ক :
সম্প্রতি শুরু হয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ এর শুটিং। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও পূজা চেরী। সিনেমাটি নির্মাণ করছেন ‘হৃদয়ের কথা’ খ্যাত পরিচালক এস এ হক অলিক। আর এই ছবিতে ‘পাগল’ নামের চরিত্রে অভিনয় করছেন নন্দিত অভিনেতা আজিজুল হাকিম। কাহিনীর আবর্তনে চরিত্রটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান পরিচালক। মূলত এই পাগল চরিত্রটিকে কেন্দ্র করেই গল্পের আবহ সৃষ্টি। এই চলচ্চিত্র দিয়ে প্রায় দুই বছর পর সিনেমায় কাজ করলেন আজিজুল হাকিম। এ প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, দারুণ একটি উপভোগ্য চরিত্রে কাজ করছি।