অনলাইন ডেস্ক :
সম্প্রতি স্পেনে ‘পাঠান’ এর শ্যুটিং শেষ করে দেশে ফিরেছেন বলিউড কিং খান শাহরুখ খান। যশ রাজ ফিল্মসের এই সিনেমার মাধ্যমে প্রায় চার বছর পর রুপালি পর্দায় ফিরবেন শাহরুখ খান। দীর্ঘ সময় ধরে ‘পাঠান’-এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেছে শাহরুখ ভক্তরা। ইতিমধ্যে ‘পাঠান’সিনেমার মুক্তির আভাস পাওয়া গিয়েছে।
দীর্ঘ সময় ধরেই শোনা যাচ্ছে ‘পাঠান’-এর পর শাহরুখকে দেখা যাবে দক্ষিণী তারকা পরিচালক অ্যাটলির নতুন প্রজেক্টে। ট্রেন্ড মেনেই এই প্রজেক্ট নিয়েও চুপ শাহরুখ খান। তবে মঙ্গলবার সুপারস্টার বিজয়ের ‘বিস্ট’ সিনেমার ট্রেলারের প্রশংসা করতে গিয়ে অ্যাটলির সঙ্গে আসন্ন প্রজেক্টের আভাস দিয়েছেন শাহরুখ।
জানা যাচ্ছে অ্যাটলির সিনেমাতে নয়নতারা ও সানিয়া মালহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। তবে বর্তমানে এ খবর সবটাই জল্পনা, কারণ এই প্রজেক্ট নিয়ে এখনও কোন আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।