
অনলাইন ডেস্ক :
শেষ হয়েছে ‘পলিশম্যান’ নাটকের শুটিং। প্রিন্স রোমান পিকিউের রচনা ও পরিচালনায় মিরাক্কেল খ্যাত সাইদুর রহমান পাভেলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অলংকার চৌধুরী। উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ হয়।
‘পলিশম্যান’র প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইলে এর রচয়িতা ও নির্মাতা প্রিন্স রোমান পিকিউ জানান, যদিও এটি ফ্যান্টাসি নির্ভর একটি গল্প, কিন্তু কল্পনার সঙ্গে বাস্তব জীবনের একটা সুন্দর মেলবন্ধন আছে! পাশাপাশি এটি একটি মিষ্টি প্রেমের গল্প। মানুষ হাসবে, উপভোগ করবে, আবার কাঁদবেও।