বিনোদন ডেস্ক :
তরুণ নির্মাতা এস আই সোহেল নির্মাণ করেছেন পারিবারিক গল্পনির্ভর একক নাটক ‘বউ শাশুড়ির ঝগড়া’। এতে বউয়ের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌমিতা মৌ। শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন নীলা ইসলাম। আর শ্বশুর এর চরিত্রে রয়েছেন রকি খান। সম্প্রতি নাটকটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে মৌমিতা মৌ বলেন, একটি পরিবারের গল্প নিয়ে নাটকটি। গল্পে দেখা যাবে বউ-শ্বাশুড়ির দ্বন্দ্ব। শ্বাশুড়ির সাথে সারাক্ষণ আমার ঝগড়া লেগেই থাকে। একটা সময় তাকে মেরে ফেলার চিন্তা করি। একটা পর্যায়ে উপলদ্ধি হয় শ্বাশুড়িতো মায়ের মতো। তখন সব দ্বন্দ্বের অবসান হয়।