
অনলাইন ডেস্ক :
বলিউড সুপারস্টার শাহরুখ খান মুম্বাইয়ের অভিজাত পালি হিলে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন, যার জন্য বছরে ২.৯০ কোটি টাকা ভাড়া দেবেন। ডেটা অ্যানালিটিক্স ফার্ম জ্যাপকির তথ্য অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি এই চুক্তি সই হয়েছে, যার মেয়াদ ৩৬ মাস। প্রতি মাসে ভাড়া ২৪.১৫ লক্ষ টাকা।
এই অ্যাপার্টমেন্টগুলো পরিচালক জ্যাকি ভাগনানি ও তার বোন দীপশিখা দেশমুখের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে। তবে অভিনেতা এগুলো কী উদ্দেশ্যে ব্যবহার করবেন, তা নিয়ে কৌতূহল রয়েছে।
কাজের ক্ষেত্রে, শাহরুখকে শেষ দেখা গেছে ‘ডাঙ্কি’ ছবিতে। তিনি মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’ ছবিতে অভিনয় করবেন, যার শুটিং ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২৬ সালের মাঝামাঝি মুক্তির পরিকল্পনা রয়েছে। শাহরুখের মান্নত বাংলো বর্তমানে প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি হিসেবে গণ্য করা হয়।