
অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেত্রী অবনীত কৌরের একটি ইনস্টাগ্রাম ছবি লাইক করে আগে থেকেই আলোচনায় ছিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। সেই বিতর্ক পেরিয়ে এবার এই দুই তারকাকে লন্ডনের উইম্বলডন ওপেন টেনিস আসরে একসঙ্গে দেখা গেছে, যা নিয়ে নেটদুনিয়ায় ফের জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া আইপিএলের সময় বিরাটের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অবনীরতার একটি ফ্যান পেজে পোস্ট হওয়া ছবি ‘লাইক’ করা হয়। বিষয়টি নজরে আসার পরপরই শুরু হয় বিরাট কোহলিকে ঘিরে সমালোচনার ঝড়। পরিস্থিতি সামাল দিতে কোহলিকে একটি দীর্ঘ পোস্টে পুরো ঘটনা ব্যাখ্যা করতে হয়।
এই পুরো ঘটনার পর যেন ভাগ্য খুলে যায় অবনীত কৌরের। ছোটবেলায় ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্স’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী খুব বেশি সিনেমায় না থাকলেও, বিতর্কের পর থেকে তার ব্র্যান্ড ভ্যালু ও সোশ্যাল মিডিয়া এন্ডোর্সমেন্ট রেট চোখে পড়ার মতোভাবে বৃদ্ধি পায়।
