অনলাইন ডেস্ক :
করোনা মহামারীর পর মুক্তি পাওয়া আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। সুকুমার পরিচালিত দক্ষিণী সিনেমাটি গোটা ভারতবর্ষেই আলোড়ন তুলেছিল।
‘পুষ্পা’ সিনেমার প্রথম পর্ব ব্যবসায়ীকভাবে সফল হওয়ায় দ্বিতীয় পর্বে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বিশেষ করে আল্লু অর্জুনের পারিশ্রমিক নিয়ে আলোচনার শেষ নেই! কিছুদিন আগে জানা যায়, ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন তিনি। এবার জানা গেলো, শত কোটি নয় বরং ১৭৫ কোটি রুপি নেবেন আল্লু অর্জুন! টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, বড় বাজেটে নির্মিত হচ্ছে ‘পুষ্পা টু’ সিনেমা। সিনেমাটির জন্য আল্লু অর্জুন ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। শুরুতে পরিচালক সুকুমারকে ১৮ কোটি রুপি পারিশ্রমিক দেয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী পরিচালক ৭৫ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। এ পারিশ্রমিক ছাড়াও সিনেমাটির লভ্যাংশ পাবেন আল্লু অর্জুন ও সুকুমার। এ প্রতিবেদনে জানানো হয়েছে, আল্লু অর্জুন ও সুকুমার যে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তাতে উল্লেখ রয়েছে—‘পুষ্পা টু’ ব্লকবাস্টার হলে লভ্যাংশের ৪০ শতাংশ পাবেন আল্লু অর্জুন ও সুকুমার। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে।
Great movie