অনলাইন ডেস্ক :
ফ্রান্স-বাংলাদেশ বন্ধুত্বের অর্ধশত বছরপূর্তি উপলক্ষে ফ্রান্সে আয়োজন করা হয় ‘ফ্রাঙ্কো-বাংলা ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল’। প্যারিসের উপশহর ‘স্তা’ স্টেডিয়াম ফ্রান্সের তরুণ রাজনীতিবিদ এবং স্তা মিউনিসিপ্যাল কাউন্সিলর কৌশিক রাব্বানী খানের প্রতিষ্ঠান অফিওরা’র আয়োজনে ও বাংলাদেশের দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল খ্যাতিমান ব্যান্ড তারকা নগর বাউল জেমস। প্রায় ৫ হাজার প্রবাসীদের উপস্থিতিতে ইউরোপের অন্যতম বৃহৎ এ কনসার্টে জেমসের পাশাপাশি শ্রোতাদের সুরের মূর্ছনায় মাতিয়েছেন জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন, ‘আইলারে নয়া দামান’ খ্যাত শিল্পী মুজা ও প্যারিসের স্থানীয় শিল্পীবৃন্দ। ফ্রঁসে আভেক রাব্বানীর প্রতিষ্ঠাতা কৌশিক রাব্বানী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, স্তা মেরির মেয়র আজেদী তাইবি, শাহ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শাহ আলম সুমন, অর্পির ডিরেক্টর ওদিন তুয়াতি, কো-ডিরেক্টর ফারুক খান, অফিওরার জেনারেল সেক্রেটারি শুভ দাস, অমি ভয়াজের ম্যানেজিং ডিরেক্টর তানজিম হোসাইন।