প্রকাশিত হলো আসিফ-সানিয়া’র ‘বাহানা’

প্রকাশিত হলো আসিফ-সানিয়া’র ‘বাহানা’

বিনোদন ডেস্ক :

সদ্য প্রকাশ হওয়া ‘বাহানা’ গানটির মাধ্যমে সানিয়া রমা নামে আরও একজন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পীর সঙ্গে পরিচিত হলো সংগীতাঙ্গন।

তুমুল জনপ্রিয় গায়ক, বাংলা সংগীতের যুবরাজখ্যাত কণ্ঠতারকা- আসিফ আকবর এবারের গানটি গেয়েছেন সানিয়া রমাকে নিয়ে। নীহার আহমেদের কথায়, নাজির মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন- মুশফিক লিটু।

রোমান্টিক ধাঁচের ‘বাহানা’ গানটির ভিডিও নির্মাণ করেছেন- ওয়াহিদ বিন চৌধুরী। তারেক জামান ও নাজমি জান্নাত অভিনীত ‘বাহানা’ গানটি প্রযোজনা করেছে রোদ্দুর এন্টারটেইনমেন্ট।

গান সম্পর্কে আসিফ আকবর বলেন, ‘গত কয়েকবছর ধ’রে সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পীদের সঙ্গে জুটি হয়ে গান করছি, এতে এই প্রজন্মের সাথে কাজ করার অভিজ্ঞতা অর্জিত হচ্ছে পাশাপাশি ওরাও আলোচিত হচ্ছে। মূলকথা, এতে গানেরই প্রসার হচ্ছে।

‘সানিয়া রমা বলেন, ‘আসিফ আকবর আমাদের বাংলাগানের মহীরূহ। উনার সঙ্গে গান গাইতে পেরে আমি আনন্দিত। আশা করছি- শ্রোতারা আমাকে এবং আমাদের গানকে গ্রহণ করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *