অনলাইন ডেস্ক :
নতুন গান নিয়ে হাজির হলেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। নতুন গান প্রকাশ করলেন তিনি। গত ১৯ আগস্ট বিকেল ৫টায় ‘মন নদী’ শিরোনামে গানটি প্রকাশ হয়েছে। গানটি ভিডিও দেখা যাচ্ছে এমআর বেস্ট মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ‘কি তরী ভাসাইলি রে/ আমার মন নদীতে/ সুখের বৈঠা ছাড়া চলে না/ হাওয়া বয় উল্টো হাওয়া বৈঠাও নাই সাথে/ ভুল করিলো মন পাগলে / আসল নকল চিনল না/ তরী চলে না-এমন কথার গানটি লিখেছেন আব্দুল আওয়াল রিয়াজ। নতুন গান প্রসঙ্গে ঐশী বলেন, গানটির কথা, সুর ও সংগীত অনেকটা ভিন্নধর্মী। আমার বিশ্বাস গানটি সব ভালো লাগবে।