বিনোদন ডেস্ক :
পদ্মানদীর অববাহিকায় থাকা মানুষগুলোর বর্তমান অবস্থা, তাদের মানসিকতা, আর্থিক অবস্থা এবং জীবনধারণ প্রক্রিয়া নিয়ে সিনেমা ‘পদ্মাপুরাণ’। চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা রাশিদ পলাশ। গতকাল শনিবার রাতে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। আগামী ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা রাশিদ পলাশ। এ প্রসঙ্গে পলাশ বলেন, দুর্গাপূজা উপলক্ষে আগামী ৮ অক্টোবর সারা দেশে সিনেমাটি মুক্তি দিচ্ছি। এর আগে প্রচারণার অংশ হিসেবে শনিবার রাত ৮টায় আমরা সিনেমাটির এক ঝলক প্রকাশ করলাম। সিনেমাটির ৩৪ সেকেন্ডের ট্রেলার প্রকাশ পেয়েছে পদ্মপূরাণ এর অফিশিয়াল ফেসবুক পেজে।