অনলাইন ডেস্ক :
সৈকত নাসির পরিচালিত ‘বর্ডার’ সিনেমার ফার্স্টলুক প্রকাশিত হয়েছে আজ। বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রকাশিত এই ফার্স্টলুক পোস্টারে ধরা দিয়েছেন সাঞ্জু জন, আশীষ খন্দকার, সুমন ফারুক। তাদের সঙ্গে আছেন চিত্রনায়িকা অধরা খান।
প্রকাশিত ফার্স্টলুকে সিনেমার অ্যাকশন অংশকে বেশ ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। দুই দেশের সীমান্ত এলাকার মধ্যে যে জীববৈচিত্রের বিস্তৃতি ঘটে, তা-ই এই সিনেমার উপজীব্য। প্রকাশিত পোস্টারে দেখা যায় একজন পুলিশ অফিসারের দুই দিকে দুই ‘অপরাধ’ চক্রের হোতা আশীশ খন্দকার ও সাঞ্জু জন। আর একেবারে নিকটে অধরা খান। যার ভূমিকা সম্পর্কে এখনও সন্দিহান। এদিকে, ফার্স্ট লুক নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রতিক্রিয়া দেওয়া শুরু করেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী অধরা খান বলেন, সীমান্তের চোরাচালান, সীমান্তকে ঘিরে যে নেটওয়ার্ক গড়ে উঠেছে তা এই সিনেমার মুখ গল্প। পরিচালক সৈকত নাসির বলেন, ‘সেন্সরের কোনো আপত্তি না থাকলে আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’