বিনোদন ডেস্ক :
আসছে ৩ ডিসেম্বরে একযোগে দেশ ও দেশের বাইরে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ এর প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। প্রচারণার অংশ হিসেবে প্রকাশ পেল সিনেমাটির ট্রেলার। সেখানে মিললো রহস্য আর ধুন্ধুমার অ্যাকশনে ভরা এক সিনেমার আভাসা। গতকাল রোববার সন্ধ্যায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্বের ট্রেলার মুক্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের এনটিভি স্টুডিওতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সিনেমাটির পরিচালক শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। ২ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশ করে টাকা ও গোপন কোডের রহস্য ভেদ করতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে।