প্রকাশিত হল অয়ন-কণার গান ‘জনম জনম’

প্রকাশিত হল অয়ন-কণার গান ‘জনম জনম’

মানিক খান | অনলাইন বিনোদন ডেস্ক |

আহমেদ রিজভীর কথায় গানে সুর করেছেন অয়ন চাকলাদার। মিউজিক করেছেন এমএমপি রনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে জনম জনম শিরোনামের এই গান। গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অয়ন চাকলাদার। গানটিতে অয়নের সাথে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

সৈকত রেজার পরিচালনায় ভিডিওচিত্রে মডেল হয়েছেন শিল্পী অয়ন চাকলাদার ও জান্নাতুল ফেরদৌস কাজল। গত বৃহস্পতিবার (২৭ জুন) ‘নাটাই মিউজিক’ এর ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিডিও প্রকাশ করা হয়। এটি প্রযোজনা করেছেন শরিফ উদ্দিন।

এই বিষয়ে শিল্পী জানান, প্রকাশের পর থেকে এখন পর্যন্ত অনেক সাড়া পাচ্ছি। গানটি নিয়ে আমরা আশাবাদী। বাকিটা দর্শকদের উপর ছেড়ে দিলাম।

গানটি তৈরি প্রসঙ্গে শিল্পী অয়ন চাকলাদার বলেন, ২০২২ সালে একটি কোম্পানি আমার সুর ও সঙ্গীতে ইলিয়াস হোসেনের গান চায়। আমি ইলিয়াস হোসেন এবং তাসমিনা অরিনের ডুয়েট গান করার পরামর্শ তাদের দেই। তারা রাজি হয়। তখন আমি গানের নাম নির্ধারণ করি ‘জনম জনম’ এবং সিদ্ধান্ত নেই আহমেদ রিজভি ভাইকে দিয়ে গানটি লেখানোর।

এরপর আমি গানটার একটি ডেমো সুর করি এবং গানের স্থায়ী এবং একটা অন্তরা সুরের উপর লিখে দেন আহমেদ রিজভি ভাই। গানের নাম আমি আগে থেকেই ‘জনম জনম’ নির্ধারণ করে দেয়ায় রিজভি ভাই সেই অনুযায়ী লিরিকটা লেখেন। গানটির ডেমো সেই কোম্পানিকে দেয়ার পর তারা কিছু পরিবর্তন আনতে বলে। কিন্তু আমি সেই পরিবর্তন করতে রাজি হই না।

কারণ আমার মনে হয়েছিল এটা যেরকম আছে ঠিকই আছে। পরিবর্তন না করায় সেই কোম্পানি গানটি আর নেয় না। এইভাবেই শুধু স্থায়ী আর একটি অন্তরার ডেমো নিয়ে গানটি পড়ে ছিল প্রায় দুই বছর। কিছুদিন আগে নাটাই মিউজিক আমার কাছে একটি নতুন ডুয়েট গান চায়। তখন আমার এই গানটার কথা মনে পড়ে এবং আমি রিজভী ভাইকে অনুরোধ করি আরেকটি অন্তরা লিখে দিতে। তিনি লিখে দেন। আমার নিজের সংগীতায়োজনে কাজটা করার থেকে কাজে ভিন্নতা আনার জন্য আমি সুর ঠিক রেখে এম এম পি রনিকে দিয়ে গানটার সংগীতায়োজন করাই নতুন করে।

এরপর সিদ্ধান্ত নেয়ার সময় আসে ডুয়েট কার সাথে করবো তা নিয়ে। আমি কিশোরবেলা থেকে কনা আপুর গান শুনে বড় হয়েছি। আমি তাঁর একজন ভক্ত। আমি আপুকে অনুরোধ করি আমার সাথে গানটি গাওয়ার জন্য। তিনি রাজি হয়ে যান। আর এইভাবেই ফাইনাল হয় ‘জনম জনম’ গানটি।

গানটি নিয়ে আশাবাদী হওয়ার কারণ হলো গানটা পিওর কমার্শিয়াল ফ্লেভারের গান আর ভিডিওটাও সেভাবেই নির্মিত হয়েছে। এই ধরণের গানের লিসেনার রয়েছে বলে আমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *