প্রকাশ্যে এলো ‘দামাল’ সিনেমার ট্রেইলার

প্রকাশ্যে এলো ‘দামাল’ সিনেমার ট্রেইলার

অনলাইন ডেস্ক :

অবশেষে পরিচালক রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। মঙ্গলবার (১৬ আসস্ট) সন্ধ্যায় প্রকাশিত ট্রেলারে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ ও খেলার মাঠের লড়াই।

জানা গেছে, মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র আগামী ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ট্রেইলারে দেখানো হয় একদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলা-নির্যাতন, অন্যদিকে একদল যুবক ফুটবল টিম গঠন করে লড়ছেন দেশের জন্য। ফুটবল খেলা থেকে তাদের অর্জিত অর্থ ব্যয় হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য। চমৎকারভাবে এই দুইটি বিষয়কে পর্দায় তুলে ধরছেন নির্মাতা রায়হান রাফী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। রাফীর সঙ্গে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা। ‘দামাল’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজাসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *