বিনোদন ডেস্ক :
এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। গানটির নাম ‘ফাঁকি দিলি কার লাগি’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আর সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। ঈদে জি-সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে। নতুন গান প্রসঙ্গে ঐশী বলেন, ভিন্নধর্মী কথা-সুরের একটি গান। আমার গাইতে বেশ ভালো লেগেছে। গানটি শ্রোতাদের বেশ আনন্দ দেবে বলেই বিশ্বাস। গানটির গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, অনেক যত্ন নিয়ে করা হয়েছে কাজটি। ঐশী এর আগে বেশ কয়েকটি আধুনিক গান গেয়েছে আমার কথায়। তবে পূর্ণ ফোক গান এই প্রথম গাইলো।