অনলাইন ডেস্ক :
কথায় আছে প্রকৃত প্রেম জীবনে একবারই হয়। বাস্তব জীবনে বা শোবিজ অঙ্গনেও এমন ঘটনা রয়েছে যেখানে সত্যিকারের ভালবাসার গল্প রয়েছে। প্রেমের সম্পর্ক ভাঙা গড়ার মাঝেই এখনও কিছু অভিনেত্রী রয়েছেন যারা নিজেদের প্রেমিকের অপেক্ষায় আজও বিয়ে করেননি।
যেখানে বলিউডের তারকাদের একাধিক সম্পর্ক থেকে বিয়ে পর্যন্ত হয়ে গিয়েছে। সেখানেই কিছু অভিনেত্রী রয়েছেন যারা জীবনের প্রথম প্রেমিকের জন্য আজও একাই রয়ে গেলেন। ভালোবাসায় প্রতারিত হলেও তাঁরা নিজেদের প্রেমিকদের ভুলতে পারেননি। এমনই তিন অভিনেত্রী হলেন- টাবু, সুস্মিতা সেন ও নাগমা!
১. টাবু : বলিউড অভিনেত্রী টাবু আজও একই রকম সুন্দর রয়ে গিয়েছেন। সমসাময়িক কালের বাকি সমস্ত অভিনেত্রীরা যেখানে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুখের সংসার করছে, সেখান অভিনেত্রী কিন্তু আজও অবিবাহিত। একসময় দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার নাগার্জুনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। যদিও সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। তবে আজও অন্য কাউকে বিয়ে করেননি তিনি।
২) সুস্মিতা সেন : বলিউডের বর্তমান সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন সুস্মিতা সেন। ১৯৯৪ সালে অভিনেত্রী মিস ইউনিভার্স হয়েছিলেন। এমনকি আজও নতুন অভিনেত্রীদের সৌন্দর্যের সাথে টেক্কা দিচ্ছেন তিনি। তবে অভিনেত্রী বিক্রম ভাটের প্রেমে পড়েছিলেন, বিক্রম বিবাহিত ছিলেন। তাই তাদের প্রেম পূর্ণতা পায়নি। বিক্রম সংসারী হলেও, আজও সিঙ্গেল রয়ে গিয়েছেন সুস্মিতা সেন।
৩) নাগমা : বলিউডের অভিনেত্রীদের মধ্যে নাগমা নামটা অনেকের কাছেই বেশ পরিচিত। সুন্দরী এই অভিনেত্রী ভালোবেসে ফেলেছিলেন ভারতীয় ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলিকে। মিডিয়াতেও দুজনের সম্পর্ক নিয়ে বেশ আলোচনাও হয়েছিল। কিন্তু সৌরভ গাঙ্গুলি তার ছোটবেলার প্রেমিকা ডোনা’কে বিয়ে করলেও, অভিনেত্রী নাগমা আজও অবিবাহিত রয়ে গেলেন।