প্রচারের আগেই প্রশংসা কুড়াচ্ছে ফারহান এর ‘পাগল’

প্রচারের আগেই প্রশংসা কুড়াচ্ছে ফারহান এর ‘পাগল’

অনলাইন ডেস্ক :

মাথা ভর্তি লম্বা জট চুল; দাড়ি-গোঁফে মুখ ঢাকা। পরনে ময়লা-ছেঁড়া শার্ট-প্যান্ট। হাতে শুন্য পানির বোতল। এ বোতলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন এক যুবক। একটি স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়। এই যুবক সত্যিকারের কোনো পাগল নন। চরিত্রের প্রয়োজনে এমন বেশভূষা পরেছেন তরুণ অভিনেতা মুশফিক আর ফারহান।

নাট্যনির্মাতা মাহমুদ মাহিন নির্মাণ করছেন একক নাটক ‘গল্পটা প্রেমের’। এ নাটকে পাগলের চরিত্রে দেখা যাবে মুশফিককে। এতে আরো অভিনয় করেছেন সামিরা খান মাহি, সেমন্তী সৌমি।

মুশফিক আর ফারহান বলেন—‘‘চ্যালেঞ্জ নিয়ে যতগুলো কাজ করেছি, দিনশেষে দর্শকের ভালোবাসা, অনুপ্রেরণা পেয়েছি। ‘গল্পটা প্রেমের’ কাজটিও দারুণ হয়েছে। পরিচালক মাহিনের সঙ্গে আমার বোঝাপড়াটাও অন্যরকম। পরস্পরের চাওয়াটা বুঝতে পারি বলেই আমরা দর্শকদের ভালো কাজ উপহার দিতে পারি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *