প্রচারে আসছে ধারাবাহিক নাটক ‘আকবর দ্যা কিং’

প্রচারে আসছে ধারাবাহিক নাটক ‘আকবর দ্যা কিং’

বিনোদন ডেস্ক :

আকবর নানান রহেস্য ঘেরা আপদমস্তক একজন মানুষ। ঢাকা শহরে কোনো একটি উদ্দশ্যে নিয়ে তার আসা এবং দল ভারী করাই যেনো তার কাজ। একে একে তার দলে যোগ দেয় একঝাঁক তরুণ-তরুণী। আসলে বলা চলে আকবরের টিমের সবাই মুখোশরে আড়ালে অন্য আরেক মানুষ। এমন এক চরিত্র ও তার টিম নিয়ে নির্মিত হয়েছে কমেডি ধারাবাহিক নাটক ‘আকবর দ্যা কিং’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, চাষী আলম, মুকিত জাকারিয়া, মুসাফির বাচ্চু, নুসরাত জান্নাত রুহী, পাভেল, শেলী আহসান, সিনি সিগ্ধা, এমএন রাজু, নাঈমা আলম মাহা প্রমুখ। জানা গেছে, চলতি নভেম্বর মাসেই ধারাবাহিকটি একটি বেসরকারি টেলেভিশিনে প্রচার শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *