বিনোদন ডেস্ক :
এবার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য গায়ক হিসেবেও ধরা দিচ্ছেন চিত্রনায়ক আরেফিন শুভ। ‘মিশন এক্সট্রিম’র জন্য প্রথমবার অ্যাকশন র্যাপ সং গেয়েছেন তিনি। ‘কইরা দেখা’ শিরোনামের গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অদিত। কথা লিখেছেন ব্ল্যাক জ্যাং। এটি মূলত সিনেমাটির প্রোমশনাল সং হিসেবে ২০ নভেম্বর প্রকাশ পেতে যাচ্ছে প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে। গান প্রসঙ্গে শুভ বলেন, অ্যাকশনের সাথে র্যাপের একটা নিবিড় সম্পর্ক রয়েছে যা আমাদের বাংলা চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না। দেশের র্যাপ লাভাদের কথা বিবেচনা করে আমরা র্যাপ গানটি উপহার দিচ্ছি।