
বিনোদন ডেস্ক :
নতুন প্রজন্মের প্রভিভাবান নাট্য নির্মাতা রাহাত মাহমুদ। এরই মধ্যে বেশকিছু নাটক নির্মাণ করেছেন তিনি। বরাবরই এই নির্মাতা তার নাটকে নতুনদের কাজের সুযোগ দেন। তাছাড়া প্রতিটা নির্মাণে তিনি নিয়ে আসেন নতুন কিছু। সেই ধারাবাহিকতায় সদ্য নির্মাণ করেছেন ‘মনের মতো’ নামের নতুন একটি নাটক। এই নাটকের মাধ্যমে প্রথমবার প্রধান চরিত্রে কাজের সুযোগ পেয়েছেন তরুণ অভিনয়শিল্পী ফাতেমা আক্তার আদিবা। ইরফান সাজ্জাদের বিপরীতে প্রথমবার পর্দায় দেখা যাবে তাকে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন জাফরীন সাদিয়া। আদিবা বলেন, প্রথমবার নাটকে অভিনয় করলাম সবাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।