অনলাইন ডেস্ক :
চিত্রনায়ক নিরব হোসাইন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রথমবার একসঙ্গে জুটি হয়ে কাজ করলেন। তবে সেটা সিনেমায় নয় বিজ্ঞাপনে।
সম্প্রতি নির্মাতা অনন্য মামুনের একটি বিজ্ঞাপনে জুটি হয়েছেন তারা। এর শুটিং হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে।
গতকাল বুধবার (৬ এপ্রিল) দুপুর থেকে রাত পর্যন্ত কাজ হয় সেখানে। চলবে আরও দুই দিন। আজ ঢাকার অদূরে ধামরাইরের ফিল্মভেলিতে হচ্ছে এর শুটিং। নিরব মাহিয়া মাহি ছাড়াও এতে রোজী সিদ্দিকী ও মনিরা মিঠুর মতো সিনিয়র শিল্পীরাও অভিনয় করছেন।
এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন, শতাধিক আর্টিস্টের অংশ গ্রহণে বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে। সিনেমাটিক ফ্লেভার থাকবে এতে।
নায়ক নিরব বলেন, খুব সুন্দর কাজ। এর গল্প ও নির্মাণশৈলীতে সিনেমাটিক বিষয়ও আছে। এতে অভিনয় করে খুবই ভালো লাগছে। তাছাড়া বিজ্ঞাপনে প্রথমবার মাহির সঙ্গে জুটি বাঁধলাম। সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে।
মাহিয়া মাহি বললেন, আমি ইদানীং গড়পড়তা কোনও কাজে নিজেকে জড়াচ্ছি না। এই বিজ্ঞাপনটিতে কাজ করে ভালো লেগেছে। সব মিলিয়ে বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।