বিনোদন ডেস্ক :
একটি চারতলা বাড়িতে রংয়ের কাজ করতে যান আব্দুন নূর সজল। একদিন জানালা দিয়ে এক মেয়েকে দেখতে পান। প্রথম দর্শনেই মেয়েটিকে তার চোখে লেগে যায়। সজল ভুলে যায় তাদের অবস্থানগত পার্থক্য। দ্বিতীয় দিনেও কাজের ফাঁকে মেয়েটিকে দেখার চেষ্টা করে সজল। এক সময় মেয়েটিও এগিয়ে আসে। তার নাম জানতে চায়। জানালা দিয়ে খাবারও বিনিময় হয়। এমন গল্পে নির্মিত হলো টেলিফিল্ম ‘রংমিস্ত্রী’। সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউজে শুটিং শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, প্রিয়ন্তি গোমেজ, রাজু আহসান প্রমুখ। বুধবার (২৭ অক্টোবর) দুপুর ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে টেলিফিল্মটি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com