অনলাইন ডেস্ক :
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউডের নতুন সিনেমা ‘লাইগার’। এই সিনেমাটির টিজার, ট্রেইলার দর্শকের মধ্যে সাড়া জাগালেও মুক্তির পর তেমন একটা সুবিধা করতে পারছে না।
গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক পুরী জগন্নাথ জানিয়েছেন, অনন্যা নয়, ‘লাইগার’ সিনেমায় তার প্রথম পছন্দ ছিল অন্য এক অভিনেত্রী। আর তিনি হলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। কিন্তু কেন জাহ্নবীকে নিতে চেয়েছিলেন পরিচালক? পুরী জগন্নাথ জানান, জাহ্নবীর মা শ্রীদেবীর অনেক বড় ভক্ত তিনি, আর সে কারণেই জাহ্নবীকে নেয়ার ইচ্ছে ছিল তার। কিন্তু শিডিউল না মেলায় সিনেমাটিতে তাকে নেয়া হয়নি। পরে প্রস্তাব দেয়া হয় অনন্যা পান্ডেকে। স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। এটি প্রযোজনা করেছেন করন জোহর।