প্রভাসের অপেক্ষায় মালবিকা

প্রভাসের অপেক্ষায় মালবিকা

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা প্রভাসকে নিয়ে ‘রাজা ডিলাক্স’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করবেন পরিচালক মারুতি। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দীর্ঘ দিন ধরে এ আলোচনা চলছে। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে ‘মাস্টার’খ্যাত মালবিকা মোহানানকে। হরর ঘরানার এ সিনেমা প্রযোজনা করবে ইউভি ক্রিয়েশন্স। যার বেশির ভাগ অংশেরই শুটিং একটি লোকেশনে হবে। সবকিছু ঠিক থাকলেও এখন প্রভাসের অপেক্ষায় রয়েছেন মালবিকা-মারুতি। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক মারুথি এবং নায়িকা মালবিকা মোহানান এখন প্রভাসের অপেক্ষায়। তারা এমনভাবে শুটিংয়ে যোগ দিতে চাইছেন, যেন আগামী আগস্ট থেকে টানা সিনেমাটির শুটিং করতে পারেন। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘প্রভাস-মারুতি শুটিং শুরু করলে দুই মাসের মধ্যে দৃশ্যধারণের কাজ শেষ করবেন। এরপর অন্য সিনেমার শুটিংয়ে অংশ নেবেন প্রভাস।’ এরই মধ্যে বড় পরিসরে সেট নির্মাণের কাজ চলছে। চলতি মাসে সিনেমাটিতে চুক্তি স্বাক্ষর করেছেন মালবিকা। প্রভাসের হাতে রয়েছে ‘প্রজেক্ট কে’, ‘সালার’ সিনেমার কাজ। এ দুটো সিনেমার দীর্ঘ শিডিউল শেষ করে ‘রাজা ডিলাক্স’ সিনেমার সেটে যোগ দেয়ার কথা রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *