
অনলাইন ডেস্ক :
তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস বর্তমানে ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীলের ‘সালার’ সিনেমায় অভিনয় করছেন। আগামী বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এছাড়া বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ চলছে। গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘সালার’ সিনেমায় একটি অ্যাকশন দৃশ্যের জন্য পরিচালক ২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি ৫১ লাখ ৫৪ হাজার ১২৬ টাকা) ব্যয় করছেন।
এই দৃশ্যটি সিনেমাটির বিরতির পূর্ব মূহুর্তে ব্যবহৃত হবে। ধারণা করা করা হচ্ছে, ভারতীয় সিনেমার ইতিহাসে এটি সেরা ইন্টারভ্যাল দৃশ্য হতে যাচ্ছে। গত বছরের জানুয়ারিতে ‘সালার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সালার’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় অভিনয় করছেন শ্রুতি হাসান। এছাড়াও অভিনয় করছেন পৃথ্বিরাজ, জগপথ বাবু, ঈশ্বরী রাও প্রমুখ।