বিনোদন ডেস্ক :
সিনেমায় অভিনয় করলে টিকটক করতে পারবেন না নায়িকা। এমন শর্ত জুড়ে দেওয়া হয়েছিল একটি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। চিত্রনায়িকা হিসেবে দীঘিকে এমন শর্ত দেওয়া হয়েছিল বলে জানা যায়। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পক্ষ থেকে এমন শর্ত দেওয়া হলেও শুধু শিডিউল না মেলার কারণে শেষ পর্যন্ত ছবিটিতে অভিনয় করতে পারেননি দীঘি। যদিও শাপলা মিডিয়া দীঘিকে বলেছিল, তারা দীঘিকে জানাবে তার শিডিউল অনুযায়ী কাজটি করা যায় কি না, কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান দীঘিকে ছাড়াই শিডিউল সাজিয়েছে। যেখানে নায়িকা হিসেবে নেওয়া হয়েছে নাটকের মেয়ে শালুককে। ছবির নাম ‘মানব দানব’, এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন কলকাতার বনি কাপুর। সিনেমাটিতে বনির নায়িকা হিসেবে দীঘি থাকার বিষয়টি মোটামুটি চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত কেন তিনি থাকছেন না জানতে চাইলে প্রযোজক সেলিম খান জানান, দীঘিকে তিনটি শর্ত দেওয়া হয়েছিল। শর্তগুলোতে রাজি না হওয়ায় তাকে নেওয়া হচ্ছে না।