বিনোদন ডেস্ক :
দর্শকমহলে প্রশংসা পাচ্ছে সোহেল আরমান পরিচালিত ঈদের নাটক ‘অন্য এক প্রেম’৷ এই নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেজাবিন চৌধুরী।
নাটকটি দেখে অনেক দর্শক প্রশংসামূলক মন্তব্য করছেন। ‘অন্য এক প্রেম’ নাটকটির শেষাংশ এর শেষ দৃশ্যের করুণ পরিণতি দর্শকের চোখের পাতা ভিজিয়েছে।
সোহেল আরমান বলেন, ‘খুবই চমৎকার একটি গল্পের কাজ ‘অন্য এক প্রেম’। স্যাড রোমান্টিক ঘরানার এ নাটকটি দর্শকরা বেশ পছন্দ করেছেন। দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই আমাকে ফোনে, ম্যাসেজে কাজটির জন্য প্রশংসা করছেন।
গল্পের পরিণতিটা নাকি সবাইকে খুব টাচ করেছে। প্রশংসা পেলে কাজের উৎসাহ বেড়ে যায়।’