মেইল ডেস্ক :
স্বপ্নের পদ্মা সেতু এখন সত্যি। বাঙালির অনন্য এক আবেগ এই সেতু। ইতোমধ্যে পদ্মা সেতু নিয়ে অনেক গান হয়েছে। তবে তার মধ্যে সাড়া ফেলেছে মিলন খানের রচনায় রাজীব ইসলামের কণ্ঠে ‘পদ্মা সেতু’ শিরোনামের গানটি। ইতোমধ্যে বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে মুখে ফিরছে গানটি। বিভিন্ন জেলা শহরে বিশাল টিভি স্ক্রিনে গানটি প্রদর্শিত হচ্ছে।
পদ্মা সেতু নিয়ে কেন গান লিখলেন, এই প্রশ্নের জবাবে মিলন খান বলেন, হঠাৎই মনে হলো পদ্মা সেতু নিয়ে একটা গান লিখি, এটা বাঙালির বিশাল অর্জন তাই লিখলাম। রাজীব ইসলামও চেয়েছিল এমন একটা গান। তাকে কথা ও সুরের আইডিয়া গেয়ে পাঠালাম, আমি কি চাই রাজীব নিমিষেই বুঝে ফেলে। রাজীবের কণ্ঠে গানটা রেকর্ড হয়ে গেল। তারপর ঐ স্লোগান, আমাদের টাকায় আমাদের গান। এ জন্যই বোধ হয়, এই গান কেড়ে নিয়েছে লাখো কোটি মানুষের মন প্রাণ।লেখালেখি ছাড়া আমার আর কোনো ভাবনা নেই, আমি আমৃত্যু লিখতেই চাই।