প্রিয়াংকা-পরিণীতিকে নিয়ে যা বললেন বোন মীরা

প্রিয়াংকা-পরিণীতিকে নিয়ে যা বললেন বোন মীরা

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় ইতোমধ্যেই নিজের নাম লিখিয়ে ফেলেছেন নায়িকা। অন্যদিকে বোন পরিণীতি চোপড়াও বলিউডে কম জনপ্রিয় নন। সম্প্রতি রাজ্যসভার এক সাংসদকে বিয়ে করেছেন পরিণীতি। চোপড়া পরিবারের দুই মেয়ে বলিউডে সফল। তবে তাদের বোন হয়ে বিশেষ সুবিধা করতে পারেননি মীরা চোপড়া।

এবার দুই বড় বোনকে নিয়ে মুখ খুললেন মীরা চোপড়া। তার মতে, বোনেরা (দিদিরা) দু’জনেই ভাল অভিনেত্রী, তবে বোন হিসাবে কোনও সাহায্যই নাকি পাননি তাদের কাছ থেকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা জানান, পরিণীতির পরিবারের সঙ্গে বহু বছর ধরে তেমন কোনও যোগাযোগ নেই। ‘হাসি তো ফাসি’ ছবিটির সময় থেকেই পরিণীতি নাকি দূরত্ব বজায় রাখতেন। তুলনায় অনেক বেশি প্রিয়াংকার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ মীরা।

অভিনেত্রীর কথায়, ‘‘প্রিয়াংকার পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল, এমনিতে ভালভাবেই কথাবার্তা চলে। তবে বোনে বোনে সেই যোগ নেই, একই পরিবারের মেয়ে হয়েও বলিউডে কোনও সাহায্য পাইনি। ’’

২০১৬ সালে ‘১৯২০: লন্ডন’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন মীরা। সামনে মুক্তি পেতে চলেছে তার ছবি ‘সফেদ’। তার আগেই দুই দিদিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *