প্রিয়াংকার বিশেষ বার্তা

প্রিয়াংকার বিশেষ বার্তা

অনলাইন ডেস্ক :

তোমার সফলতা দিয়ে সবকিছুকে জয় করো। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। এমন বার্তাই কারিনা কাপুর খান জানিয়েছেন প্রিয়াংকা চোপড়াকে। গতকাল ৩৯ বছরে পা দিয়েছেন এ অভিনেত্রী। এবার জন্মদিনটি তিনি কাটাচ্ছেন লন্ডনে। সেখানে বসেই শুভেচ্ছায় ভেসেছেন জন্মদিনের। এদিকে জন্মদিনের প্রথম প্রহরে একটি সুইমস্যুট পরে ছবি প্রকাশ করেছেন প্রিয়াংকা তার ইনস্টাগ্রামে। সুপারহট রূপে এখানে হাজির হয়েছেন তিনি। জন্মদিন উপলক্ষে প্রিয়াংকা একটি বিশেষ বার্তা দিয়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। সেই বার্তায় এ নায়িকা বলেন, পৃথিবীর অবস্থা একদমই ভালো নয়। তবুও আমরা ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। এটা একটা যুদ্ধ। মহামারির বিরুদ্ধে যুদ্ধ। আমি বিশ্বাস করি এই যুদ্ধে জয়ী হবে মানবজাতি। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আমাকে, নিজেকে ও নিজেদের পরিবারকে ভালোবাসলে আমার কথাগুলো অবশ্যই শুনবেন। এটাই হবে জন্মদিনে আপনাদের কাছ থেকে আমার সবচাইতে বড় উপহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *