
অনলাইন ডেস্ক :
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল দুজনকে ঘিরে। একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন, ডেট করছেন। তবে সেই গুঞ্জন এবার আরও পাকাপোক্ত করলেন হলিউড তারকা ব্র্যাড পিট ও তার নতুন প্রেমিকা জুয়েলারি ডিজাইনার ইনেস ডি র্যামন। কথিত প্রেমিকা ইনেস ডি র্যামনের হাত ধরে ব্রিটিশ গ্রাঁ প্রিক্স পৌঁছালেন ব্র্যাড পিট। পেজ সিক্সের প্রতিবেদন অনুসারে, রবিবার (৭ জুলাই) ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্সে অংশ নেওয়ার সময় ব্র্যাড এবং ইনেসকে হাত ধরে থাকতে দেখা গেছে। নর্থহ্যাম্পটনশায়ারের ভিড়ের মধ্যে দিয়ে প্রেমিকাকে নিয়ে যাওয়ার সময় দুজনকেই হাসিমুখে দেখা গেছে। ছবিতে ব্র্যাডকে হালকা হলুদ জিপারযুক্ত জ্যাকেটের সাথে ম্যাচিং প্যান্ট এবং চোখে কালো সানগ্লাসে দেখা গেছে। অন্যদিকে, ইনেসকে দেখা গেছে আকাশি রঙের পোশাকে। গলায় ছিল সোনার নেকলেস। ছবিতে ব্র্যাডকে ইনেসের হাত ধরে ‘ফর্মুলা ১ রেস’ শোতে অংশ নিতে দেখা গেছে। ব্র্যাড এবং ইনেস প্রায় দুই বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অ্যাঞ্জেলিনার সঙ্গে বিচ্ছেদ ও আইনি লড়াইয়ের মধ্যেই পরস্পরের কাছাকাছি আসেন ব্র্যাড ও ইনেস। গত বছর সান্তা বারবারা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ব্র্যাডকে প্রথম ইনেসের সাথে দেখা গিয়েছিল। যদিও তিনি লাল গালিচায় ইনেসের সঙ্গে পোজ দেননি। ২০২৩ সালে মেক্সিকোর কাবো সান লুকাসেও বেড়াতে গিয়েছিলেন এই জুটি। এরপর একাধিকবার একসঙ্গে তাদের দেখা গেছে। যদিও নিজেদের প্রেমের বিষয়ে এখনই মুখ খুলেননি কেউই। তবে শোনা যাচ্ছে, ব্র্যাড খুব শীগগিরই ইনেসকে বিয়ের প্রস্তাব দিতে এবং তার সাথে দাম্পত্য জীবন গড়তে আগ্রহী।