অনলাইন ডেস্ক :
২৫ মে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের জন্মদিন। এদিন তার জন্মদিন পার্টিতে প্রেমিকাকে নিয়ে হাজির হলেন অভিনেতা ঋত্বিক রোশন। একই সঙ্গে প্রেমিকের হাতে হাত রেখে এলেন ঋত্বিকের সাবেক স্ত্রী সুজান খান। জানা গেছে, পার্টিতে নিজেদের নতুন পার্টনারের হাত ধরেই হাজির হয়েছিলেন ঋত্বিক-সুজান। গত কয়েক মাস ধরেই বলিউডে চর্চার কেন্দ্রবিন্দুতে ঋত্বিক-সাবার সম্পর্ক। বয়সে অনেকটাই ছোট সাবার সঙ্গে ডেটিং করছেন ঋত্বিক, তা এখনও কারোই অজানা নয়। বুধবার দুজনের পোশাকে চোখে পড়ল রং মিলান্তি। কালো রঙা ‘সেক্সি’ ড্রেসে হাজির সাবা, অন্যদিকে কালো স্যুট আর কালো শার্টে হ্যান্ডসাম লুকে ধরা দিলেন ঋত্বিক। কোনওরকম রাখঢাক না রেখে প্রেমিকার কোমর জাপটে পোজ দিলেন ঋত্বিক। চোখে চোখে দুজনের বার্তা, ‘বেশ করেছি, প্রেম করেছি’। অপরদিকে, সুজান খানের এদিন দেখা মিলল রুপালি রঙের শর্ট ড্রেসে। সঙ্গে মানানসই স্টিলেটো, খোলা চুল আর স্মোকি আইজ- একদম পারফেক্ট পার্টি লুকে ধরা দিলেন সঞ্জয় খান কন্যা। আরসালানের হাত ধরে পার্টিতে ঢোকেন সুজান। কালো রঙের স্যুটে লেন্সবন্দি হন সুজানের প্রেমিক।