“প্রেমের মোহনায়” এক কোটি ভিউ অতিক্রম করেছে

“প্রেমের মোহনায়” এক কোটি ভিউ অতিক্রম করেছে

অনলাইন ডেস্ক :

শামিম মাহমুদ এর সঙ্গীতায়োজনে ঊর্বশী গানের সিঁড়ি’র “প্রেমের মোহনায় ” গানটি ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ভিউ অতিক্রম করেছে।

গানটির কথা লিখেছেন রামা চরন ও সুর করেছেন সালেহ বিশ্বাস। আয়েশা জেবিন দিপা ও গামছা পলাশ এর দৈত কন্ঠের এই গানটি সব ধরনের শ্রোতাদেরই মন জয় করতে পেরেছে।

শামিম মাহমুদ বিনোদন মেইল’কে জানান, কোন প্রকার প্রমোশন ও বুষ্টিং ছাড়াই এ মাইলফলক অর্জন করায় তিনি’সহ এই গানের সাথে সংশ্লিষ্ট সবাই অনেক খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *