প্রেমে পড়েছেন প্রয়াত সিদ্ধার্থের প্রেমিকা শেহনাজ

প্রেমে পড়েছেন প্রয়াত সিদ্ধার্থের প্রেমিকা শেহনাজ

অনলাইন ডেস্ক :

আবারও প্রেমে পড়েছেন বিগবস তারকা শেহনাজ গিল। কিছুদিন আগেও বলিউডে গুঞ্জন ছিল সুপারস্টার সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে তার। কিন্তু এবার জানা গেল সালমান নয়, অন্য একজনকে নিয়ে দ্বিতীয় জীবন শুরুর কথা ভাবছেন শেহনাজ।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, টিভি তারকা রাঘব জুয়ালের প্রেমে পড়েছেন শেহনাজ। তাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তারা দু’জনেই সালমান খানের ছবি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে কাজ করছেন। সেখান থেকেই তাদের ঘনিষ্ঠতা। যার প্রমাণ মিলেছে ছবির শুটিং সেটে তাদের খুনসুটির কিছু ভিডিও প্রকাশ্যে আসায়। টিভি অ্যাংকর ও ডান্সার রাঘবের সঙ্গে শেহনাজ এখন ডেট করছেন বলেও শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি দু’জনের কেউ। তারপরও গুঞ্জন বেড়েই চলেছে।

এর আগে টিভি তারকা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল শেহনাজের। কিন্তু হঠাৎ করে সিদ্ধার্থ পৃথিবী থেকে বিদায় নেয়ায় এলোমেলো হয়ে যায় এই অভিনেত্রীর জীবন। সে সময় সালমান খান পাশে থাকায় নতুন করে নিজেকে গুছিয়ে নেয়ার সুযোগ পান শেহনাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *