পড়শীর কণ্ঠে সালমান শাহের সিনেমার গান

পড়শীর কণ্ঠে সালমান শাহের সিনেমার গান

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ অভিনীত সুপারহিট সিনেমা ‘চাওয়া থেকে পাওয়া’ মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। তখন এই সিনেমার ‘সাথী তুমি আমার জীবনে’ শিরোনামের গানটি অগণিত শ্রোতাদের মন জয় করে। জনপ্রিয় এই গানটি এবার কণ্ঠে তুললেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। আগামী সোমবার (৬ সেপ্টেম্বর) সালমান শাহের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন আয়োজনে গানটি প্রকাশ পাবে ইউটিউবে। ‘সাথী তুমি আমার জীবনে’র মূল কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। আর সংগীত পরিচালনা ও কথা আহমেদ ইমতিয়াজ বুলবুলের। গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। তিনি জানান, গানের সুর ও আবেদন আগের মতো রেখে নতুনভাবে কাজটি করা হয়েছে। পড়শী জানান তিনি সালমান শাহের ভক্ত। যখন থেকে তার সিনেমা দেখেছেন, তখন থেকেই তিনি এই অভিনেতার ভক্ত হয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *