অনলাইন ডেস্ক :
সোমবার টাঙ্গাইলে একটি ঈদ নাটকের শুটিংয়ে ভিড়কে কেন্দ্র করে শুটিং ইউনিট ও বহিরাগত লোকজনের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শুটিংয়ে অভিনেতা মুশফিক ফারহান ও অভিনেত্রী তানজিন তিশাসহ পুরো ইউনিট টাঙ্গাইলে শুটিং করতে গিয়েছিলেন। সেই শুটিংয়ে ঘটে বিপত্তি।
গত ১১ জুন থেকে ১৩ জুন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চসহ বিভিন্ন পয়েন্টে শুটিং হয়।
তবে শুটিংয়ের শেষ মুহূর্তে বহিরাগত কিছু বখাটেদের সঙ্গে বাগ-বিতণ্ডার জেরে আক্রমণ ও মারধরের শিকার হন নাটকের নির্বাহী প্রযোজক সৌরভ ইশতিয়াকসহ আরও ৫ থেকে ৬ জন।