ফারিয়া-মনোজের পালানোর গল্প

ফারিয়া-মনোজের পালানোর গল্প

অনলাইন ডেস্ক :

সম্প্রতি ‘লাভ জার্নি’ নামে একটি নাটককের শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে ভার্সিটি থেকে একজন শিক্ষকের তত্ত্বাবধানে সাতজনের একটি দল শিক্ষা সফরে আসে কক্সবাজার। শিক্ষকের নিয়ম-কানুন এতটাই কঠিন যে পুরো সফরটিই কেউ কোন মজা করতে পারছে না।

শিক্ষকের চাপিয়ে দেয়া নিয়ম ভাঙলে পরীক্ষার ফলাফলে তাদের নম্বর কমিয়ে দেওয়ার হুমকিও দেয়া হয়। সবাই কিছুটা ভয়েও থাকে। কিন্তু নিয়ম ভাঙে মাহিন। সে অন্যদের জাগ্রত করে তুলবার চেষ্টা চালালেও তেমন সাড়া মেলে না। মাহিন আগে থেকেই ভালোবাসতো সেজুতিকে। সুযোগ বুঝে দল থেকে পালায় তারা।

বেকায়দায় পরে যায় তাদের শিক্ষক। এদিকে সেজুতির বাবা ফোন করে সেজুতি কেমন আছে জানতে চায়। শিক্ষকও তেমন কোন সদুত্তর দিতে পারে না। পুরো দলটিই ওদের খুঁজতে থাকে। মোবাইল সুইচ অফ। সেজুতির বাবাও অসুস্থ হয়ে পড়ে।

বিষয়টি বেশ জটিল অবস্থায় রূপ নেয়।আসছে ঈদের নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা। এতে জুটি হয়েছে মনোজ প্রামানিক ও শবনম ফারিয়া। আরও অভিনয় করেছেন সাইফ খান, নওশীন মেঘলা, অর্ণব চৌধুরী, ঊর্মিলা তালুকদার, আবিসা জাহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *