ফারুকীর পরিচালনায় আসছে ডিপজলের নতুন চমক

ফারুকীর পরিচালনায় আসছে ডিপজলের নতুন চমক

অনলাইন ডেস্ক :

ঢাকায় ছবির ডেঞ্জারম্যান খ্যাত মনোয়ার হোসেন ডিপল এবার তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।

জানা গেছে, রোববার (৪ সেপ্টম্বর) সকল থেকে রাজধানীরতেজগাঁওয়ের বিজি প্রেসের মাঠে বিজ্ঞাপনটির শুটিং করেন ডিপজল। কাজটি দর্শকরা পছন্দ করবে, এমনই প্রত্যাশা তার। এ প্রসঙ্গে নির্মাতা গণমাধ্যমকে জানান, নগদের একটি বিজ্ঞাপন করছি। ডিপজল ভাই চমৎকার অভিনয় করেছেন। খুব দ্রুতই প্রচারে আসবে। এদিকে, ডিপজলের সঙ্গে তোলা একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ফারুকী। সেখানে দুজনকেই হাসিমুখে ভিক্টরি সাইন দিতে দেখা যাচ্ছে। ফারুকী লিখেছেন, খেলা উইল হ্যাপেন (খেলা হবে)। আসিতেছে। তিনি আরও লেখেন, বাংলা সিনেমার লাউড অ্যাক্টিংয়ের সেই যুগে ইনি ছিলেন ওয়ান অব দ্য মোস্ট ন্যাচারাল অ্যাক্টর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *