অনলাইন ডেস্ক :
এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬৭তম আসরে সেরা অভিনেতা-অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রণবীর সিং (এইটি থ্রি), কৃতি শ্যানন (মিমি)। এছাড়া ‘শেরশাহ’, ‘সরদার উদম’ ও ‘মিমি’ ছবিগুলোই বেশিরভাগ পুরস্কার ঘরে তুলেছে।
জানা গেছে, গত রোববার (২৮ আগস্ট) মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল এই অ্যাওয়ার্ডের ঝাঁকালো আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রণবীর সিং এবং অর্জুন কাপুর। অ্যাওয়ার্ড শোতে উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডন, শেহনাজ গিল, মৌনি রায়, করণ কুন্দ্রা, মালাইকা অরোরা, কৃতি শ্যাননের মতো শিল্পীরা। রেড কার্পেট মাতিয়ে রেখেছিলেন কিয়ারা আদবানি, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল এবং দিয়া মির্জারা।