বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব। একের পর এক সিনেমা করছেন। নতুন আরও একটি অনুদানের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার নাম ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’। এটি পরিচালনা করছেন মুশফিকুর রহমান গুলজার। এতে উঠে আসবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৈশোর ও যৌবনের গল্প। এটি হতে যাচ্ছে নিরবের তৃতীয় অনুদানের সিনেমা। এই সিনেমায় প্রসঙ্গে নিরব বলেন, এর আগে ২০১১ সালে গুলজার ভাইয়ের পরিচালনায় ‘আই লাভ ইউ’ শিরোনামের একটা সিনেমা করেছিলাম। আমি, শাকিব ভাই, পূর্ণিমা আর রেসি। আবারও কাজ করতে যাচ্ছি। বেশ ভালো লাগছে। ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’য় আমি বঙ্গবন্ধুর বোনের স্বামীর চরিত্রে অভিনয় করবো। সর্বোচ্চ চেষ্টা দিয়েই কাজটি করবো। এর আগে সরকারি অনুদান পাওয়া দুটি সিনেমায় অভিনয় করেন তিনি। সেগুলো হলো রোজিনার ‘ফিরে দেখা’ ও বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’।