ফের ‘কসুর’-এ বলিউড হিরো আফতাব

ফের ‘কসুর’-এ বলিউড হিরো আফতাব

অনলাইন ডেস্ক :

একই নামে একাধিক ছবি মুক্তি পেয়েছে বলিউডে এমন নজির বিরল নয়। অনেক সময় এমনও হয় যে নাম নিয়ে টানাটানি চলে প্রযোজনা সংস্থার মধ্যে। কিন্তু তাই বলে একই নায়কের ছবি একই নামে মুক্তি পাওয়া কম বড় চমক নয়। সব কিছু ঠিক থাকলে তেমন ঘটনারই সাক্ষী হতে চলেছে বলিউড। তবে মাঝখানে কেটে গিয়েছে ২৪ বছর। আফতাব এর আগে ২০০০ সালে অভিনয় করেছিলেন ‘কসুর’-এ। সেই ছবি মোটামুটি সফল হয়েছিল বক্স অফিসে। জানা যায়, এ বার আরও এক ‘কসুর’-এ কাজ করতে চলেছেন আফতাব। তবে শুধু নায়ক ছাড়া দু’টি ছবির মধ্যে মিল আর কিছুই নেই প্রায়। জানা যায়, ‘মিউজিকাল হরর’ ছবি হতে চলেছে ‘কসুর’। বাবলু আজিজ ও মুদাস্সর আজিজ লিখছেন এই ছবি কাহিনী। পরিচালনা করতে পারেন গ্লেন ব্যারেটো। প্রযোজক আসিফ শেখ। ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’-এর সাফল্যের পর তিনি হাত দিতে চাইছেন নতুন কাজে। আসিফ জানিয়েছেন, তাঁর পরবর্তী ছবি ‘কসুর’-এর কাজ এগোচ্ছে। প্রযোজক বললেন, একেবারে অন্য ধারার ছবি হতে চলেছে, একে বলা যেতে পারে ‘মিউজিকাল রোমান্স হরর’। গল্প শোনার পরেই আগ্রহ প্রকাশ করেন আফতাব। দর্শক এই ছবিতে তাঁকে একেবারে অন্য রূপে দেখতে পাবেন। আসিফ আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত কথাবার্তা চলছে আর এক নায়ক এবং নায়িকার সঙ্গে। সব ঠিক হয়ে গেলেই ছবির ঘোষণা করবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *