
অনলাইন ডেস্ক :
ফের বিতর্কের জন্য শিরোনামে এসেছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। কিছুদিন আগে বিবাহ বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় তুলেছিলেন রাখি। সম্পর্কের জেরেই ফের খবরের শিরোনাম হলেন তিনি। রোববার (১৫ মে) নিজের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই আইটেম গার্ল। ছবিতে তার সঙ্গে নতুন একজন পুরুষকে দেখা যায়। সিনেমাহলে একসঙ্গে ছবি তুলেছেন এই জুটি। ছবিতে রাখির কপালে চুম্বন করতেও দেখা যায় তাকে। তবে রাখির সাথে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তবে সকলের ধারণা, ফের নতুন কারও সাথে প্রেমে মজেছেন রাখি।