বিনোদন ডেস্ক :
পর্দায় বলিউড সুপারস্টার শাহরুখ খান আর কাজলের রসায়ন বরাবরই জনপ্রিয়তা পেয়েছে। এই জুটি অভিনীত প্রায় সব ছবিই দর্শকনন্দিত হয়েছে। আবারও এই জুটিকে একসঙ্গে দেখা যাবে রাজকুমার হিরানির নতুন ছবিতে। ওই ছবিতে দম্পতির চরিত্রে অভিনয় করবেন তারা। অভিবাসনের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবিটি। ছবিটি সামাজিক কমেডি ধরনের। ছবিতে এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে ভারতের পাঞ্জাব থেকে কানাডায় পাড়ি দেয়। এ দুই জায়গার কাহিনি ছবিতে উঠে আসবে। এতে শাহরুখের স্ত্রীর ভূমিকায় থাকবেন কাজল। সেই যাত্রায় শাহরুখকে সাহায্য করবে বিদ্যা বালনের চরিত্র। সাংবাদিক হিসেবে দেখা যাবে তাপসীকে। ছবিটিতে আরও অভিনয় করবেন মনোজ বাজপেয়ী এবং বোমান ইরানি। যদিও তাদের চরিত্র সম্পর্কে এখনই কিছু জানা যায়নি।