
অনলাইন ডেস্ক :
বলিউডের বিখ্যাত নির্মাতা মহেশ ভাটকে এক হাত নিয়েছেন ভারতের বিতর্কের রানী কঙ্গনা রানাউত। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন কঙ্গনা।
ইনস্টাগ্রাম স্টোরিতে মহেশের পুরনো একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা লিখেন, ‘মহেশ ভাটের আসল নাম ‘আসলাম’। কেন তিনি নিজের ‘সুন্দর নামটা’ গোপন রেখেছেন?’ তিনি আরও লিখেন, ‘ধর্মান্তরিত হওয়ার পর নির্দিষ্ট একটি ধর্মের প্রতিনিধি সেজে থাকাটা অন্যায়।’ কঙ্গনার এমন পোস্টের পর তা দ্রুতই ভাইরাল হতে শুরু করে। শেয়ার করা সেই ভিডিওতে মহেশ ভাটকে বলতে শোনা যায়, ‘মুসলমান কোনো ব্যক্তি ভীত হতে পারে না। কারণ যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না। হাদিসে বলা আছে, অত্যাচারিত এবং নিপীড়িত মানুষকে সাহায্য করো… এটা নরেন্দ্র মোদিকে শোনানো উচিত, জর্জ বুশকে শোনানো উচিত।’ কঙ্গনা-মহেশ ভাটের দ্বন্দ্ব বেশ পুরোনো। তবে এবার কঙ্গনার এমন কর্মকাণ্ডের উত্তর ভাট সাহেব কীভাবে দেন- সেটাই দেখার বিষয়।