ফোক স্টেশনে প্রথমবার ফোক গান গাইলেন আঁখি আলমগীর

ফোক স্টেশনে প্রথমবার ফোক গান গাইলেন আঁখি আলমগীর

বিনোদন ডেস্ক :

প্রথম বারের মতো ফোক গান গাইলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। ফোক স্টেশন সিজন-৪ এর দ্বিতীয় পর্বে জে কে মসলিশের সঙ্গীত পরিচালায় ও নূর হোসেন হীরার প্রযোজনায় অনুষ্ঠানে আঁখি আলমগীর মোট ৬টি ফোক গান গেয়েছেন। গানগুলো হলো- আইছে দামান সাহেব মিয়া, বসন্ত আসিল শখি, হায় বাঙালি ও সাগর কূলের নাইয়া, হলুদ বাটো মেন্দি বাটো, বন্ধু কাজল ভ্রোমরা রে। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, নিঃসন্দেহে এটি আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করলো। আমি চেষ্টা করেছি আমার ভক্ত – শ্রোতা – দর্শকদের আবহমান গ্রামবাংলার এই গানগুলো দিয়ে নতুন করে সুরের ছন্দে মাতাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *