বিনোদন ডেস্ক :
বর্তমানে সংগীতের জগতে শীর্ষ নারী ধনী হলেন রিয়ানা। মার্কিন সাময়িকী ফোর্বসের সর্বশেষ তথ্য অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ ১৭০ কোটি ডলার। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এখন বিলিয়নিয়ারের খাতায় নাম লেখালেন রিয়ানা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। রিয়ানার সম্পদের সিংহভাগই এসেছে তাঁর প্রসাধনী কোম্পানি ফেন্টি বিউটি কোম্পানি থেকে। সেখান থেকে তাঁর সম্পদের পরিমাণ ১৪০ কোটি ডলার। রিয়ানার বাকি আয়ের ২৭ কোটি ডলার এসেছে স্যাভেজ এক্স ফেন্টি থেকে এবং সংগীত ও অভিনয় থেকে। বিনোদনজগতে বিশ্বের সবচেয়ে ধনী নারী হিসেবে তিনি অপরাহ উইনফ্রের পরে দ্বিতীয় স্থানে আছেন।