বিনোদন ডেস্ক :
দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আজ রাত ৮টায় মুক্তি পেয়েছে ৪ পর্বের নতুন ওয়েব সিরিজ ‘সুগার ফ্রি’। যা দেখা যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়া এক ক্লিকেই দর্শক দেখতে পারবে সিরিজটি। লিটন ও নান্নু দুই ব্যর্থ ছিনতাইকারীর স্বপ্ন একদিন দেশের কুখ্যাত সন্ত্রাসী হবেন তারা। কিন্তু দুজনই ভীষণ মানবিক। তাই ছিনতাই করতে গিয়ে নানা সময় অনাকাঙ্খিত পরিস্থিতির শিকার হতে হয় তাদের। এমন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘সুগার ফ্রি’ সিরিজটি। সিরিজটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, তামিম মৃধা ও মোস্তাফিজ নূর ইমরান, মনির খান শিমুলসহ অনেকে।