অনলাইন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও অভিননীত সিনেমা ‘হিট: দ্য ফার্স্ট কেস’। গত শুক্রবার (১৫ জুলাই) এই সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা।
এটি পরিচানা করেছেন শৈলেশ কোলানুর। অনেক আশা জাগিয়েও শুরুতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। দেশটির এক গণমাধ্যম জানিয়েছে, সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করে মাত্র ১ কোটি ৩৫ লাখ রুপি! দ্বিতীয় দিনে সেটা দাঁড়িয়েছে ৪ কোটি রুপিতে। এ সিনেমার দর্শক খরায় বেশ হতাশ পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। জানা গেছে, সম্প্রতি ভারতে করোনা বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে সিনেমা হলে। তেলেগু ভাষায় একই নামে সিনেমা রয়েছে। সেটিরই হিন্দি রিমেক ছিলো রাজকুমার ও সানিয়ার ‘হিট: দ্য ফার্স্ট কেস’। এ সিনেমায় রাজকুমার রাও একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। মুক্তির দুই দিনে ভরাডুবি হলে আশা ছাড়ছেন না ছবিটির সংশ্লিষ্টরা। তারা মনে করছেন শিগগিরই হলে ফিরবে দর্শক। খুব ভালো কিছু না হলেও ইতিবাচক আয় ঘরে তুলবে ‘হিট: দ্য ফার্স্ট কেস’।