অনলাইন ডেস্ক :
ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও নায়িকা কাজলকে। তাদের সর্বশেষ দেখা গিয়েছিল ‘দিলওয়ালে’ ছবিতে। শাহরুখের সর্বশেষ ছবিতে ‘জিরো’তেও কাজল ছিলেন; তবে কয়েক সেকেন্ডের জন্য।
জানা গেছে, রণবীর সিং ও আলিয়া ভাট বর্তমানে ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবির অতিথি চরিত্রে দেখা যেতে পারে বড় পর্দার শাহরুখ খান-কাজলকে। ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ ছবিটি পরিচালনা করছেন করণ জোহর। তিনি শাহরুখ ও কাজল দুজনেরই কাছের বন্ধু। এই ছবিতে আরও দেখা যাবে শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্রকে।
শাহরুখের সর্বশেষ ছবি ‘জিরো’ বক্স অফিসে সুবিধা করতে পারেনি। বর্তমানে কিং খান ‘পাঠান’, ‘ডানকি’সহ বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। কাজলকে সর্বশেষ দেখা গেছে ‘ত্রিভঙ্গ’ ছবিতে।